আগামী ২০ জুলাই চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক

চট্টগ্রাম
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
এখন জনপদে
0

বাস-মিনিবাস, ট্রাক-কভার্ডভ্যানের ইকোনমিক লাইফ নির্ধারণে ঢালাও সিদ্ধান্ত পুনর্বিবেচনাসহ চার দফা দাবিতে ২০ জুলাই ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন বৃহত্তর চট্টগ্রামের পরিবহন মালিক ও শ্রমিকরা। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন।

এসময় বক্তারা ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন, অনুমিত আয়কর প্রত্যাহারের দাবি জানান।

তারা বলেন, আইনে যাত্রীবাহী বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং পণ্যবাহী যানবাহনের জন্য আলাদা সময়ের সিদ্ধান্ত কার্যকর হলে চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৮ হাজার গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়বে। নানা কারণে অনেক পরিবহন মালিকরা নতুন গাড়ি কিনতে পারছেন না। ফলে একপাক্ষিকভাবে ইকোনমিক লাইফের সীমা নির্ধারণ করলে পুরো পরিবহন খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।

তাই আগামী ২০ জুলাই সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেজু