যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট
বিদেশে এখন
0

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট অ্যাপেকের ৩০তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে দীর্ঘ ছয় বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন তিনি। ক্যালিফোর্নিয়ায় সানফ্রান্সিসকো বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম।

সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি বাইডেনের সঙ্গে মুখোমুখি বৈঠকের কথা রয়েছে চীনা প্রেসিডেন্টের। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধ কমিয়ে যোগাযোগ বাড়াতে আলোচনা হতে পারে পরাশক্তিধর এ দু'দেশের মধ্যে।

এদিকে অ্যাপেক সম্মেলন সামনে রেখে গাজায় সহিংসতা বন্ধের দাবিতে সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ।

সেজু