বিশ্ব ইজতেমা ঘিরে সংকট শিগগিরই কেটে যাবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
দেশে এখন
0

বিশ্ব ইজতেমা ঘিরে সংকট শিগগিরই কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (বুধবার, ৩০ জুলাই) দুপুরে বিশ্ব ইজতেমাকে ঘিরে সংকট নিরসনে সাদ ও জোবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আশাবাদব্যাক্ত করেন।

ধর্ম উপদেষ্টা জানান, বিশ্ব ইজতেমাকে ঘিরে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে চলমান বিবাদ সমাধানে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘একসঙ্গে ইজতেমা হবে কি না, কমিটি ঠিক করবে।’ কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠ নিয়ে সৃষ্ট বিরোধ সমাধানে এ কমিটি কাজ করবে বলে জানান উপদেষ্টা।

রংপুরের ঘটনা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘ধর্ম নিয়ে কটাক্ষ ফ্যাশনে পরিণত হয়েছে। কেউ কটূক্তির করলে তা আদালতে প্রমাণিত হলে আইন অনুযায়ী বিচার হবে।’

সেজু