এর আগে, সোমবার রাতে হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথমবারের মতো নিয়োগপ্রত্যাশীদের আবেদন গ্রহণ করে তাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটির মাধ্যমে।
আরও পড়ুন:
রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এই ২৫ জনকে দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছে। নিয়োগ কার্যকর হবে শপথ গ্রহণের তারিখ থেকে।
নবনিযুক্তদের মধ্যে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী।