এরপর বাসায় বেশ কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান তিনি। টুকুকে কাছে পেয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী খুশি হয়েছেন বলে জানিয়েছেন উপস্থিত লোকজন।
এসময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ জেলার অন্যান্য নেতাকর্মীও সঙ্গে ছিলেন।
সুলতান সালাউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে তিনি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় গিয়েছিলেন।
গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে ঢাকার নিউরো সায়েন্সে হাসপাতালে নেওয়া হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলে ২৩ মে মস্তিকে অস্ত্রপাচার হয়।
এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।