ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার সুদীর্ঘ ইতিহাসে ফাইনালে সবচেয়ে বড় জয় পেলো পিএসজি। সাফল্যে ভরা মৌসুমে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ আঁয়ের পর এবার লুইস এনরিকের পিএসজি উঁচিয়ে ধরল স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।
খেলার ১২ মিনিটে সুন্দর এক গোলে এগিয়ে যায় পিএসজি। ভিতিনিয়ার পাস থেকে ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় জালে বল জালে জড়ান মরক্কোর রাইট-ব্যাক হাকিমি।
কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। সতীর্থের পা থেকে ডি-বক্সে বল পেয়ে শট নেন ১৯ বছর বয়সী দুয়ে, সামনে ডিফেন্ডার ফেদেরিকো দিমার্কোর পায়ে লেগে একটু দিক পাল্টে বল যায় জালে।এই গোলে ইতিহাসের পাতায় জায়গা করে নেন দুয়ে। ১৯ বছর ৩৬২ দিন বয়সে তৃতীয় টিনএজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করলেন তিনি।
বিরতির পরও একইরকম দাপুটে শুরু করে পিএসজি। ৬৩তম মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে তাদের সব আশা প্রায় শেষ করে দেয় পিএসজি। গতিময় আক্রমণে ভিতিনিয়ার থ্রু পাস ডি-বক্সে পেয়ে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচ সেরা দুয়ে।
১০ মিনিট পর মাঝমাঠ থেকে উসমান দেম্বেলের থ্রু পাস ধরে ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন জর্জিয়ার ফরোয়ার্ড কাভারাৎস্খেলিয়া। গোল উৎসবের তখনও অবশ্য বাকি। ৮৪ মিনিটে দুরূহ কোণ থেকে জোরাল শটে ইয়ান সমেরকে পরাস্ত করেন ফরাসি মিডফিল্ডার সেনি।
ক্যারিয়ারে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের উপলক্ষ্য রেকর্ড দিয়ে রাঙালেন দুয়ে। আর তাতেই প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি।