তিন বছরের চুক্তিতে লেস্টার সিটির নতুন কোচ মার্টি সিফুয়েন্তেস

লেস্টার সিটির নতুন কোচ মার্টি সিফুয়েন্তেস
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটির কোচ হিসেবে যোগ দিয়েছেন মার্টি সিফুয়েন্তেস। স্প্যানিশ এ কোচকে তিন বছরের চুক্তিতে নিজেদের ডেরায় নিয়ে এসেছে দ্য ফক্সেসরা।

৪৩ বছর বয়েসী সিফুয়েন্তেস এর আগে ছিলেন পশ্চিম লন্ডনের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সে। দলটিকে নিয়ে দুই মৌসুমে ১৫ এবং ১৮তম স্থানে থেকে লিগ শেষ করেছিলেন এই স্প্যানিশ কোচ। 

এবার তার সামনে বিপর্যয়ে থাকা লেস্টার সিটির চ্যালেঞ্জ। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের নতুন মৌসুম শুরুর মাত্র ২৬ দিন আগে তার নিয়োগ সম্পন্ন করেছে লেস্টার। 

স্বল্প এ সময়ের মাঝে নতুন শিষ্যদের পরখ করে নেয়া সিফুয়েন্তেসের জন্য বড় পরীক্ষা। দলের বাংলাদেশি তারকা হামজা চৌধুরীর ভবিষ্যত কেমন হবে সিফুয়েন্তেসের অধীনে, সেটাও বোঝা যাবে এ স্বল্প সময়ের মূল্যায়নের ভিত্তিতেই।

এসএইচ