হংকং শেয়ারবাজারে আসছে চীনা রোবট নির্মাতা অ্যাজিবট
চীনা রোবট নির্মাতা অ্যাজিবট আগামী বছর হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, তাদের ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের আনুমানিক মূল্যায়ন ৪০ থেকে ৫০ বিলিয়ন হংকং ডলারে পৌঁছাতে পারে।