তবে প্রসিকিউশন থেকে জানানো হয়, পূর্ণাঙ্গ রায় ঘোষণার আগে কোনভাবেই এ মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জামিন পাওয়ার সুযোগ নেই।
এর আগে, ১০ জুলাই জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মোট ৫টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
আদেশ পড়াকালীন ট্রাইব্যুনাল বিচারপতি মো. মহিতুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন, তিনি অভিযোগ স্বীকার করছেন কি না? এরপরই নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে, আদালত তার আবেদন মঞ্জুর করে এবং অভিযোগ গঠনের আদেশ দেন।