স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস জানায়, ভোর ৬টা ১০ মিনিটে চৌরাস্তা এলাকার শাপলা ম্যানসনের পেছনের কাঁচাবাজারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের অন্যান্য দোকানে।
আরও পড়ুন:
পরে খবর পেয়ে প্রথমে ভোগরা মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।