জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ

অধ্যাপক মাফরুহী সাত্তার
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মাফরুহী সাত্তার। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) রাত ৮টার পর তিনি পদত্যাগ করেন। ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থা ও ব্যর্থতা স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন বলে জানান।

তিনি বলেন, ‘রাজনৈতিক চাপে নতি স্বীকার করিনি। একটি রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করলেও আমি কোনো চাপে পদত্যাগ করিনি।’

অধ্যাপক মাফরুহী সাত্তার আরও বলেন, ‘নির্বাচনের অব্যবস্থাপনা নিয়ে বারবার প্রশাসনকে অবহিত করেছি। ব্যক্তিগত লোভ লালসা থেকে কোনো সিদ্ধান্ত নেইনি।’

তিনি আরও বলেন, ‘একটি মহল পদত্যাগ না করতে চাপ দিয়েছিল, তা সত্ত্বেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোট গণনা নিরবচ্ছিন্নভাবে চলবে বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোট গণনা চলমান রয়েছে। গতকাল (বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর) তারিখে জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হয়।

বলা প্রয়োজন, ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। ইতোমধ্যে ২১টি হল সংসদের মধ্যে ১৯টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। অবশিষ্ট ২টি হল সংসদের কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর ভোট গণনা চলছে এবং নিরবচ্ছিন্নভাবে এ গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। জাকসু নির্বাচন কমিশন আশা করছে, আজ রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফল ঘোষণা করা হবে।

এএইচ