এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান রোহিত শর্মা। দুই সংস্করণ ছেড়ে দেয়ার পর এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন তিনি।
ইনস্টাগ্রামে চার লাইনের একটি বিবৃতি দিয়েছেন শুধু। সেখানে রোহিত শর্মা লিখেছেন, সবাইকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। একদিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।