আজ ১১টা ৩০ মিনিটের দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এসময় নানা স্লোগান দেন তারা।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পাচ্ছেন না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে।
এছাড়া ১৪তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেনি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এ ব্লকেড কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের।
আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মহাসড়ক অবরোধের কারণে রাজধানীর সঙ্গে কুয়াকাটাসহ বিভাগের ৬ জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।