স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে ছাত্র-জনতার ব্লকেড

ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি
এখন জনপদে
0

‎শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ ‎সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেড কর্মসূচি করেছে ছাত্র-জনতা। আজ (রোববার, ১০ আগস্ট) ১৪তম দিনের মতো এ আন্দোলন করছেন তারা।

আজ ১১টা ৩০ মিনিটের দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এসময় নানা স্লোগান দেন তারা।

‎আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পাচ্ছেন না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে।

এছাড়া ১৪তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেনি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এ ব্লকেড কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের।

‎আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মহাসড়ক অবরোধের কারণে রাজধানীর সঙ্গে কুয়াকাটাসহ বিভাগের ৬ জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সেজু