লং মার্চ-সিক্স রকেটের সংস্করণের মাধ্যমে উৎক্ষেপণ করা নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইটটি সফলভাবে পরিকল্পিত কক্ষপথে পৌঁছেছে বলেও দাবি উৎক্ষেপণ কেন্দ্রের।
এ উপগ্রহগুলো ইলেক্ট্রোম্যাগনেটিক পরিবেশ শনাক্তকরণের এবং সম্পর্কিত প্রযুক্তিগত পরীক্ষা চালানোর জন্য ব্যবহার করা হবে। রোববারে উৎক্ষেপণ ছিল লং মার্চ রকেট সিরিজের ৫৭৪তম মিশন।