ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী
এশিয়া
বিদেশে এখন
1

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রা করছিল তারা। আজ (সোমবার, ১১ আগস্ট) তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।

এর আগে, পরিবহন ভবনের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানো হলে, সমস্ত সংসদ সদস্য সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।

আটকের পর রাহুল গান্ধী বলেন, ‘আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এ লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।’

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপালসহ অনেক বিরোধী এমপি প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন।

এসএস