পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

চ্যাম্পিয়ন বেঙ্গালুরু
ক্রিকেট
এখন মাঠে
0

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা আর তিনবার ফাইনাল হারের হতাশা ছাপিয়ে স্বপ্নপূরণ করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন ভিরাট কোহলির দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে আরসিবি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন কোহলি।

বড় লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৪৩ রান তোলে পাঞ্জাব। যদিও এরপরেই ছন্দপতন ঘটে তাদের।

দলের সেরা ব্যাটার শ্রেয়াস আইয়ার ১ রানে বিদায় নিলে ম্যাচের ফলাফল হেলে যায় বেঙ্গালুরুর দিকে।

শেষদিকে ঝড় তোলেন শশাঙ্ক সিং, যদিও তার অপরাজিত ৬১ রানের ইনিংস বিফলে যায় ক্রুনাল পান্ডিয়ার কিপ্টে বোলিংয়ের সামনে।

চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনি তুলে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। চাপের মুখে শেষ ওভারে ২৯ রান দরকার থাকলেও আশা জাগিয়েও পাঞ্জাব তা তুলতে ব্যর্থ হয় হেরে যায় ৬ রানে।

সেজু