শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্মৃতি এখনও তরতাজা। সেই স্মৃতি ভুলতে না ভুলতেই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মানসিকতার দিক থেকে তাই একটু এগিয়েই থাকবে বাংলাদেশ। নিজেদের নিয়ে দুই দলই আত্মবিশ্বাসী।
একে তো নিজেদের চিরচেনা মাঠ। তার ওপর বলতে গেলে পাকিস্তান এসেছে তাদের দ্বিতীয় সারির দল নিয়ে। এসব দিক বিবেচনা করলেও এ সিরিজে ফেভারিটের তকমা লিটন দাসের দলের দিকেই রাখা যায়।
তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। অতীতে হোম অ্যাডভান্টেজ নিতে পারেনি লাল-সবুজরা। মিরপুরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে বাংলাদেশ।
শুধু মিরপুরেই নয়, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সার্বিক রেকর্ডেও পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২২ ম্যাচে মুখোমুখি হয়েছে এ দুই দল। ১৯ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। সেখানে বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ৩টি। শেষ জয়টাও এসেছে দীর্ঘ ১০ বছর আগে।
সাদা বলের শর্টার ভার্সন র্যাংকিংয়েও পিছিয়ে লাল সবুজরা। বাংলাদেশের র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, বিপরীতে দুই ধাপ এগিয়ে আছে পাকিস্তান। গত মে মাসে পাকিস্তান সফরে এ ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশকে।
রেকর্ড, ইতিহাস, পরিসংখ্যান এসব হিসাব করলে সব দিক থেকেই পাকিস্তানের থেকে ঢের পিছিয়ে বাংলাদেশ। তবে পরিসংখ্যান আর ইতিহাস মাথায় না রেখে নিজেদের সেরাটা দিয়েই জয় ছিনিয়ে নিতে চায় লিটন দাসের দল।