স্থানীয়দের অভিযোগ, সায়েম ও তার সহযোগীরা বিসিক এলাকার বিভিন্ন কারখানা থেকে চাঁদা আদায় করতো। এছাড়া তারা চুরি ও ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিল। বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এসময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনে মারধর করে আটকে রাখে।
আরও পড়ুন:
আরও জানা যায়, এরপর সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করলে এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে সায়েমকে আবারও মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।