ইউক্রেনে রাশিয়ার সাড়ে ৬ শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত কমপক্ষে সাতজন

ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি
বিদেশে এখন
0

একরাতে ইউক্রেনে সাড়ে ৬ শ'র বেশি ড্রোন ও অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। নিরবচ্ছিন্ন হামলায় ইউক্রেনে প্রাণ গেছে কমপক্ষে সাতজনের। গতকাল (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) ইউক্রেনের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী।

শুধু উত্তর সীমান্তের সুমি অঞ্চলে ১০টি ড্রোন হামলার কথা জানান আঞ্চলিক গভর্নর। হামলা অব্যাহত ছিল শুক্রবার ভোরেও। ইউক্রেনে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে। যদিও রাশিয়ার ছোড়া বেশিরভাগ ড্রোন ও দুই-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি করেছে কিয়েভ।

আরও পড়ুন:

অন্যদিকে, স্থল অভিযানে নতুন করে ইউক্রেনের ঝাপোরিঝিয়া ও খারকিভ অঞ্চলের দু'টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।

ইএ