এ বিষয়ে ব্রিফিংয়ে ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, শপথের বিষয়ে এখন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন আদালত।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে।’
নির্বাচন কমিশনের আইনজীবী ইয়াসিন খান জানান, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত করেননি আপিল বিভাগ।
আপিল শুনানিতে ইসির আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মূল বার্তা ছিলো সাংবিধানিক প্রতিষ্ঠানের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।’
তবে রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ‘ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। ইশরাক হোসেনকে আইনগতভাবে শপথ পড়ানোর কোনো সুযোগ নেই।’
এর আগে, ইশরাকের মেয়র ইস্যুতে করা মামলা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলেও জানান আপিল বিভাগ।
গতকাল (বুধবার, ২৮ মে) ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। একইসঙ্গে ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির কথাও বলা হয়।