নিহতরা হলেন- দিনাজপুর ট্রেজারি অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন (৪৫), মাইক্রোবাসের চালক মানিক হোসেন (৩২)। আরো দুইজনের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাসযোগে ঠাকুরগাঁও থেকে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন এবং যাত্রী দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। মাইক্রোবাস ও ট্রাক সংঘর্ষে রাস্তার ধারে পড়ে যায় বলে তিনি জানান।