বাংলা একাডেমি মহাপরিচালকের পদত্যাগ

দেশে এখন
0

বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। আজ (শনিবার, ১০ আগস্ট) তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা মহাপরিচালকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৪ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হারুন-উর-রশীদ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান এবং বিশ্ববিদ্যালয়ের উপযাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

tech