‘ব্যাংক খাতে বিতরণ করা ঋণের ৩০ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
অর্থনীতি , ব্যাংকপাড়া
দেশে এখন
0

ব্যাংক খাতে বিতরণ করা ঋণের ৩০ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ (বুধবার, ৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) দশম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ব্যাংক খাতে বিতরণ করা ঋণের ৩০ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। যদিও কাগজে কলমে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ২০ শতাংশ।‘

ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিপুল অর্থ পাচারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংকগুলোতে সুশাসন ফেরানোর চেষ্টা চলছে জানিয়ে গভর্নর বলেন, অর্থপাচারকারীদের জীবন দুর্বিষহ করে তুলতে চাই, দেশের টাকা পাচার করে তারা যাতে বিদেশে চিন্তামুক্ত থাকতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে আর্থিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও জানান গভর্নর।

এএইচ