লন্ডনের পর সিঙ্গাপুরে সাকিব

ক্রিকেট
এখন মাঠে
0

ওয়ানডে বিশ্বকাপ চলা অবস্থা থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব

চোখের সমস্যা পিছুই ছাড়ছে না সাকিব আল হাসানের। লন্ডনের পর এবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ওয়ানডে বিশ্বকাপ চলা অবস্থা থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিশ্বকাপের সময় চোখে ড্রপ নিয়ে খেলেছিলেন সাকিব। এরপর সমস্যা সমাধানে যান যুক্তরাজ্যের লন্ডনে।

কিন্তু, সেখানেও কোন সমাধান হয়নি। যে কারণে আরেক দফা চিকিৎসার জন্য সাকিবের গন্তব্য এবার সিঙ্গাপুরে। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবার আগে চোখে চশমা পড়ে অনুশীলন করতেও দেখা গেছে এ অলরাউন্ডারকে।

চিকিৎসা করতে সিঙ্গাপুরে যাওয়ায় রংপুরের হয়ে বিপিএলে অন্তত তিনটি ম্যাচ খেলতে পারবেন না সাকিব আল হাসান।