আরও পড়ুন:
চোট কাটিয়ে দলে ফেরা ও নতুন মুখ (Injury Updates and New Faces)
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, চোটাক্রান্ত খেলোয়াড়রা দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং বিশ্বকাপের আগেই তারা পূর্ণ ফিটনেস ফিরে পাবেন। এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক জ্যাকব ডাফি (Jacob Duffy), যিনি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন। এছাড়া গতি তারকা অ্যাডাম মিলনে (Adam Milne) এবং অভিজ্ঞ অলরাউন্ডার জেমস নিশাম (James Neesham) দলে ফিরেছেন। দলের সাথে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন লম্বা পেসার কাইল জেমিসন (Kyle Jamieson)।
কপাল পুড়লো টিম রবিনসনের (Team Robinson Exclusion)
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেও বিশ্বকাপে জায়গা পাননি টিম রবিনসন (Tim Robinson)। টপ-অর্ডারে জায়গার সংকুলান না হওয়ায় মূলত বাদ পড়েছেন তিনি। ওপেনিং ও টপ-অর্ডারের জন্য কিউই নির্বাচকরা আস্থা রেখেছেন ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্টের ওপর। উইকেটকিপার হিসেবে মূল দায়িত্ব পালন করবেন টিম সেইফার্ট (Tim Seifert)।
আরও পড়ুন:
ভারসাম্যপূর্ণ স্কোয়াড ও কোচ ওয়াল্টারের পরিকল্পনা (Squad Balance and Strategy)
কিউই কোচ রব ওয়াল্টার (Rob Walter) দলের ভারসাম্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, "আমাদের ব্যাটিং ইউনিটে শক্তি ও দক্ষতা দুটোরই সমন্বয় আছে। কন্ডিশনের কথা মাথায় রেখে কার্যকর বোলার এবং ৫ জন বিশেষজ্ঞ অলরাউন্ডার (All-rounders) রাখা হয়েছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।"
নিউজিল্যান্ডের গ্রুপ ও প্রতিপক্ষ (New Zealand Group and Opponents)
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ‘ডি’ গ্রুপে (Group D) খেলবে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে:
- আফগানিস্তান (Afghanistan)
- দক্ষিণ আফ্রিকা (South Africa)
- কানাডা (Canada)
- সংযুক্ত আরব আমিরাত (UAE)
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড (New Zealand T20 World Cup Squad List)
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট ও ইশ সোধি। ভ্রমণ রিজার্ভ: কাইল জেমিসন।
আরও পড়ুন:
একনজরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
পদ নাম অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ব্যাটার ফিন অ্যালেন (Finn Allen),
ডেভন কনওয়ে (Devon Conway),
মার্ক চ্যাপম্যান (Mark Chapman),
ড্যারিল মিচেল (Daryl Mitchell) উইকেটরক্ষক টিম সেইফার্ট (Tim Seifert) অলরাউন্ডার জেমস নিশাম (James Neesham),
গ্লেন ফিলিপস (Glen Phillips),
রাচিন রবীন্দ্রা (Rachin Ravindra),
মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell) স্পিন বোলার ইশ সোধি (Ish Sodhi),
মিচেল স্যান্টনার (Captain)পেস বোলার লকি ফার্গুসন (Lockie Ferguson),
ম্যাট হেনরি (Matt Henry),
অ্যাডাম মিলনে (Adam Milne),
জ্যাকব ডাফি (Jacob Duffy) — অভিষেক বিশ্বকাপ ভ্রমণ রিজার্ভ কাইল জেমিসন (Kyle Jamieson)
আরও পড়ুন:





