২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে।
লি চাইয়ের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ থেকে শুরু করে, ঘুষ নেওয়া, কোচিং এ পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণিত হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের হয়ে খেলা লি ২০০২ ফুটবল বিশ্বকাপে চীনের হয়ে প্রতিনিধিত্ব করেন। চীনের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
গেল মার্চে তিনি ১৬ মিলিয়ন ডলারের বেশি ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন লি চাই।