সেমিফাইনালে মাঠে নামছে লিভারপুল-টটেনহাম

ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ লিগ কাপে হাইভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামছে দুই জায়ান্ট লিভারপুল আর টটেনহাম। ঘরের মাঠ এনফিল্ডে রাত ২ টায় স্পারসদের বিপক্ষে মাঠে নামবে অল রেডসরা।

প্রিমিয়ার লিগে উড়ন্ত ফর্মে থাকা লিভারপুল হোঁচট খেয়েছিল লিগ কাপের সেমিফাইনালে।

প্রথম লেগে টটেনহামের কাছে ১-০ গোলে হেরে বসে আর্নে স্লোটের দল। তবে শেষ ম্যাচ হারলেও দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকবে লিভারপুলই।

এখন পর্যন্ত ১৮৫ বারের লড়াইয়ে স্পারসদের জয় ৫০ আর অলরেডসরা জিতেছে ৯১ ম্যাচে।

শেষ ৭ ম্যাচেও টটেনহামের জয় আছে মোটে ১ ম্যাচে। এদিকে, প্রথম লেগ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে ২০২০-২১ মৌসুমের পর আরও একবার ফাইনালে উঠে যাবে স্পারসরা।

সেজু