তবে মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব ম্যাচের ২০ দিন আগে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছে ফেডারেশন। এর আগে ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা।
সেই ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামার কথা রয়েছে ছেত্রীর। তবে কতদিনের জন্য জাতীয় দলের জার্সিতে খেলবেন সে বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে কিছু জানায় নি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ইন্ডিয়ান সুপার লিগে এতদিন দাপটের সঙ্গে খেলছিলেন সুনীল ছেত্রী।