ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে সরকারি সংস্থা বন্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ও দপ্তর বন্ধের অধিকার রাখে কংগ্রেস। অথচ কংগ্রেসকে তোয়াক্কা না করেই দেশটির শিক্ষা দপ্তর, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ভোক্তা আর্থিক সংরক্ষণ সংস্থাকে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক পঙ্গু করে দিচ্ছেন বলে মনে করছেন অনেকে। আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের কারণে বিচারের মুখোমুখি হতে পারেন বিশ্বের শীর্ষ ধনী। তবে এ যাত্রায় পার পেয়ে গেলে মাস্কের হাতে ক্ষমতা কুক্ষিগত হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।