ঢাবি শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান ডাকসুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফজলুর রহমানের এমন মন্তব্যকে ‘ঘৃণিত’ ও ‘বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।