জাপার নতুন মহাসচিব শামীম হায়দার; আনিসুল-রুহুল আমিন ও চুন্নুকে অব্যাহতি
জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম হায়দার পাটোয়ারি। অন্যদিকে তাকে দায়িত্ব দেয়ার পরে দলের জ্যেষ্ঠ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হককে (চুন্নু) দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছেন জাপার চেয়ারম্যান জি এম কাদের।