সিআরআইয়ের নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর
পতিত আওয়ামী লীগ সরকারের অনলাইন প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআরের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এফডিআরটি সিআরআইয়ের নামেই আইএফআইসি ব্যাংকে করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন মহাপরিচালক মো. আক্তার হোসেন।