সোমালিয়ায় হামলা: আইএসের বহু সদস্য নিহত দাবি পেন্টাগনের
যুক্তরাষ্ট্রের শত্রুদের খুঁজে বের করে হত্যা করা হবে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর তারই নির্দেশে সোমালিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর চালানো ওই হামলায় আইএসের বহু সদস্য নিহত হয়েছে বলে দাবি পেন্টাগনের। ট্রাম্পের প্রথম মেয়াদে সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিলেও দ্বিতীয় মেয়াদে আফ্রিকায় ট্রাম্পের এমন আগ্রাসী পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে।