বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব, ফিরতে পারে মহামন্দা!
ট্যারিফ ম্যান খ্যাত ট্রাম্পের নয়া শুল্কনীতিতে বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। শঙ্কা আবার ফিরতে পারে মহামন্দা। বিশ্লেষকদের পূর্বাভাস, তিন দেশের ওপর শুল্কারোপে অর্থনীতি সংকুচিত হওয়ার পাশাপাশি চাকরি হারাতে পারেন লাখের বেশি মার্কিন নাগরিক। এদিকে অর্থনীতি বাঁচাতে চীনের দিকে ঝুঁকতে পারে ইইউ। ফাটল ধরতে পারে ট্রান্স আটলান্টিক সম্পর্কে।