দখল-দূষণে অস্তিত্ব সংকটে পটুয়াখালীর মুরাদিয়া নদী
দক্ষিণাঞ্চলের অধিকাংশ শহর-উপশহরের বাণিজ্য এবং চাষাবাদ নদী-খাল কেন্দ্রিক। পটুয়াখালীর মুরাদিয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাট-বাজার আর জনপদ। নদীতে পলি জমে দখল-দূষণে খালে পরিণত হয়ে এখন অস্তিত্ব সংকটে। শুষ্ক মৌসুমে পানিশূন্যতা আর বর্ষায় জলাবদ্ধতায় দিশেহারা হয়ে পড়ে মানুষ। নদী রক্ষা ও রাজস্ব আদায়ে উদ্যোগী হয়েছে প্রশাসন।