টাঙ্গাইলে তিন গ্রামের সংঘর্ষে আহত ১৫, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শোলাকুড়ায় সালিশি বৈঠকে পক্ষপাতিত্বের জেরে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এছাড়াও শোলাকুড়া বাজারের ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানোর ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক দফার সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।