ডলারমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার পথে চীন, নজর ব্রিকস সম্মেলনে
ট্রাম্পের সম্পূরক শুল্কের জবাবে চীন ডলারমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালুর পথে হাঁটতে যাচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের। তারা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে জুলাইয়ে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের দিকে তাকিয়ে আছে বেইজিং। যদিও কোনো কোনো বিশ্লেষক মনে করেন, ব্রিকসের সদস্যরাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেনে ডলারের বিকল্প চালু করলেও, বিশ্ব অর্থনীতিতে এর তেমন কোনো প্রভাব পড়বে না।