রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য দিন দিন আন্তর্জাতিক সহায়তা কমছে। এছাড়া তাদের ক্যাম্পে ধরে রাখাও চ্যালেঞ্জিং হয়ে পড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সেমিনারে তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।