ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান
স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে জানিয়ে তাদের ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। আর আওয়ামী আমলের মানসিকতা পরিহার করে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। ডিসি সম্মেলনের সমাপনী দিনে কয়েকটি সেশনে অন্তবর্তী সরকারের তরফে মাঠ প্রশাসনে এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়।