নির্ধারিত সময়েই হবে বিসিবি নির্বাচন, সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়: আসিফ মাহমুদ
নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। আর সেখানে সর্বাত্মক সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে দেশের ক্রীড়া সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে বাফুফের গঠনতন্ত্রও সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে স্টেডিয়ামগুলো থেকে অর্জিত অর্থ দিয়ে ফেডারেশনগুলোকে সহযোগিতার কথা ভাবছে ক্রীড়া মন্ত্রণালয়।