যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের টানাপোড়েন: এক দশকেরও বেশি সময় ধরে বাড়ছে উত্তেজনা
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামল থেকেই দেশটির সঙ্গে তিক্ততার সম্পর্ক যুক্তরাষ্ট্রের। তবে ২০১৩ সালে মাদুরো ক্ষমতায় আসার পর উত্তেজনার পারদ ক্রমেই বাড়তে থাকে। এর আগে ২০১৮ ও ২০২৪ সালে কারাকাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিলও করে ওয়াশিংটন। এছাড়া, শুরু থেকেই মাদুরো প্রশাসনের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগও তুলে আসছে ট্রাম্প প্রশাসন।