রেল কোচ সংযোজনের নতুন যুগে বাংলাদেশ
যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এরইমধ্যে দুই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের তিনটি বড় ও তিনটি ছোট রেল কারখানা আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যে কারখানগুলোতে সংযোজন বা তৈরি করা হবে নতুন কোচ। এরমধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বছরে ৫০টি কোচ সংযোজনের লক্ষ্য রয়েছে। চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। অর্থায়ন নিশ্চিত হলে দুই বছরের মধ্যেই বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের যাত্রীবাহী রেল কোচ।