চীনের মানব মহাকাশ সংস্থা (সিএমএসএ) জানিয়েছে, শেনচৌ-২০ এর তিন নভোচারী শিগগিরই চতুর্থ দফায় এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি (ইভিএ) বা স্পেসওয়াক পরিচালনা করবেন। খবর সিএমজির।