এআই শেফ আয়মান দিয়ে তৈরি করা হচ্ছে রেস্তোরাঁর মুখরোচক খাবার
এবার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হচ্ছে রেস্তোরাঁর মুখরোচক খাবার। বিভিন্ন খাবারের রেসিপি বলে দিচ্ছে এআই শেফ। দুবাই শহরে চালু হতে যাচ্ছে অভিনব এই রেস্তোরাঁ। নানা দেশের হাজারেরও বেশি ঐতিহ্যবাহী রেসিপি সম্পর্কে প্রশিক্ষিত এআই শেফ 'আয়মান'।