
নির্বাচনি হলফনামা বনাম বাজারমূল্য: প্রার্থীদের সম্পদের হিসাবে এত গড়মিল কেন?
নির্বাচন এলেই আলোচনায় আসে প্রার্থীদের দেয়া সম্পদের হিসাব বা হলফনামা (Election Affidavit)। তবে সাম্প্রতিক সময়ে প্রার্থীদের দাখিল করা হলফনামায় সম্পদের অর্জিত মূল্য এবং বর্তমান বাজারমূল্যের (Market Value vs Acquisition Cost) মধ্যে বিশাল পার্থক্য নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোটি টাকার স্থাবর সম্পত্তি হলফনামায় মাত্র কয়েক লাখ টাকা দেখানো হয়েছে।

‘নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ধারাবাহিকভাবে সংলাপ করছে সংস্কার কমিশন’
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত, ইভিএম বনাম অনলাইন ভোট, হলফনামা যাচাই বাছাই ও না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তাবনা দেয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। দুপুর নির্বাচন কমিশন সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় কমিটির সদস্য তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত বলে মন্তব্য করেন।