উৎপাদন ব্যবস্থায় রূপান্তর আনবে চীনের এআই হিউম্যানয়েড রোবট
উৎপাদন ব্যবস্থায় রূপান্তর আনার জন্য চীন এআই হিউম্যানয়েড রোবট নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। চীনের অ্যাজি বটের মতন বেশ কিছু স্টার্টআপের সাথে সরকারের ভর্তুকি ও অন্যান্য সহায়তা এ উদ্যোগকে বেশ সহায়তা করবে।