হিমছড়িতে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি চবি শিক্ষার্থী অরিত্রের
কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের খোঁজ মিলেনি চার দিনেও। সাগরের ঢেউয়ে ভেসে যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা গেলেও অরিত্রের সন্ধান এখনও পাওয়া যায়নি। তার খোঁজে এখনও অভিযান চালাচ্ছে লাইফগার্ড সদস্য ও জেলা প্রশাসনের বীচ কর্মীরা। প্রতিদিন সকাল থেকে স্পিড বোটে করে মহেশখালী, সোনাদিয়া এবং নাজিরারটেক উপকূলজুড়ে তল্লাশি চালানো হচ্ছে।