দুষ্কৃতিকারীদের শক্ত হাতে প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর

শাহনুর শাকিব
ঢাকা
রাজনীতি
0

জিততে পারবে না জেনেই ভোট বানচালের চেষ্টা করছে বিএনপি। রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনায়, বরাবরই সিনিয়র নেতা থেকে শুরু করে সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকেন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য ও নির্দেশনা তাদের আগ্রহের মূল জায়গা। তাই প্রধানমন্ত্রীর আগমনে শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বিজয় অর্জনে কঠিন সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেন। যুদ্ধকালে যেসব বিদেশী রাষ্ট্র এবং জনগণ বাংলাদেশের পাশে ছিলো তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী সরকারে থাকলে জনগণের প্রত্যাশা পূরণ হয়।' জনগণের সমর্থন না পেয়ে বিএনপি ভোট বানচালের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি ।

গাজীপুরে রেললাইন কেটে নাশকতা ঘটানোর কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, দুষ্কৃতিকারীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। এ ব্যাপারে জনগণকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'যারা রেল লাইনের পাত কেটে ফেলে তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকতে হবে। এ সময় তারা হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস করে আবারও বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করছে। বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। যারা নির্বাচন বানচাল করে সরকার উৎখাত করতে চায় তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।'

এদিকে কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক কর্মসূচি থাকায় পূর্বনির্ধারিত বিজয় মিছিল পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) করার কথা জানান দলীয় প্রধান। সারাদেশে বিজয়ীর বেশে বিজয় মিছিল পালন করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এসএস

আরও পড়ুন: