বান্দরবানে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

বান্দরবান
এখন মাঠে
এখন জনপদে
0

বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে সমাপ্ত হয়েছে আন্ত উপজেলা ভলিবল টুর্নামেন্ট। আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) বিকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় খেলা উপভোগ করতে বিভিন্ন পাড়ার হাজারো মানুষ মাঠে উপস্থিত হয়। সমাপনী খেলায় পুরুষ ও মহিলা দলে চ্যাম্পিয়ন হয়েছে আলিকদম উপজেলা ও জেলা পুলিশ মহিলা দল।

পরে খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর ইয়াছিন আজিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দীনসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।

টুর্নামেন্টে জেলার ১১ টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে ৯ টি পুরুষ দল ও ২ টি মহিলা দল ।

সেজু