এসময় তিনি দৌড়ে প্রিজন ভ্যানে উঠে পড়েন। ডিম ছোড়ার পাশাপাশি খুনি দোদুলের ফাঁসি চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত চত্বর।
এর আগে আজ সকাল ১১টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে নিয়ে আসা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে। একই মামলায় মন্ত্রীর ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল ও ভগ্নীপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস আসামি হিসেবে উপস্থিত ছিলেন।
সন্ত্রাস দমন ও জামায়াত নেতা জব্বার হত্যা মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে বিজ্ঞ আদালতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর মঞ্জুর করেন।
একই সাথে মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল দুটি মামলায় ৪দিন ও ভগ্নীপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুটি মামলায় মোট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম শাহীন। এর আগে বৃহস্পতিবার জামায়াত নেতা তারিখ হত্যা মামলায় জেলগেটে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।